ঘরের মাঠে শেষ সেকেন্ডে গোল হজম করে হারের স্বাদ পেলেও, হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশ। এবার আর শেষ মুহূর্তে গোল হজম নয়, নিজেরা গোল করে ১-১ সমতায় ছিনিয়ে এনেছে ১ পয়েন্ট। যদিও এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন এখন অনেকটাই অবাস্তব হয়ে পড়েছে।

ম্যাচের ৭৩ মিনিটে শমিত সোমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় হংকং। সংখ্যাগত সুবিধা নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-সবুজরা। অবশেষে ৮৩ মিনিটে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের নিখুঁত ক্রস থেকে ফাহমিদুল বুদ্ধিমত্তার সঙ্গে বল নামিয়ে রাকিব হাসানকে দেন, আর রাকিবের নিখুঁত প্লেসিংয়ে স্তব্ধ হয়ে যায় হংকংয়ের গ্যালারি।

শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। অতিরিক্ত সময়ের শেষ সেকেন্ডে লম্বা থ্রো থেকে গোলের সুবর্ণ সুযোগ পান রাকিব, তবে তাঁর শট লক্ষ্যে রাখতে পারেননি। ফলে জয় না পেলেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পুরো দ্বিতীয়ার্ধেই নিয়ন্ত্রিত ফুটবল খেলে একাধিক গোলের সুযোগ সৃষ্টি করে দলটি। সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন ফাহমিদুল—সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে গোলরক্ষকের সামনে বল পেয়ে পা লাগাতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত রাকিবের গোলে সমতা এনে লড়াকু এক ড্র নিশ্চিত করে বাংলাদেশ, যা এখনো বাঁচিয়ে রাখল এশিয়ান কাপের স্বপ্ন।

Previous article‘তিন পয়েন্ট পেতেই হবে’—জয়ের মন্ত্র নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
Next articleরাকিবের গোলেও আক্ষেপের ড্র: “জিততেই পারতাম”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here