জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) আর্থিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘদিন ধরে আয়োজন করে আসছে বয়সভিত্তিক প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্ব।

৬ জোনে ভাগ হয়ে প্রাথমিক পর্বে লড়াইয়ের পর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ৮ দল। এর মধ্যে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ছাড়াও সেরা দুই রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আসরে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক রাজশাহী, খাগড়াছড়ি, ময়মনসিংহ ও রংপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে ঠাকুরগাঁও, চাপাইনবাবগঞ্জ, খুলনা ও মানিকগঞ্জ।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় রাজশাহী মুখোমুখি হবে রংপুরের এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহের প্রতিপক্ষ হবে খাগড়াছড়ি।

লিগ ভিত্তিক খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে ২৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে সেমিফাইনাল। আর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

চূড়ান্ত পর্ব উপলক্ষ্যে সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

Previous articleনভেম্বরে ঢাকায় আসছে আজারবাইজান নারী ফুটবল দল 
Next articleএএফসি ও সাফে ব্যর্থতার জেরায় দুই দলের কোচিং স্টাফকে তলব করলেন বাফুফে সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here