তিন বছর পর শুরু হওয়া জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই বড় বিতর্ক। রাজশাহীতে রেফারি লাঞ্ছনার ঘটনায় জেলা দল ও কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

১০ সেপ্টেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রেফারি ও সহকারী রেফারি লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টের ভিত্তিতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আজ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

রাজশাহী জেলার চার ফুটবলার গোলাম রাব্বি, জমজম, জনি ও রনি বাফুফে আওতাভুক্ত পরবর্তী চার ম্যাচে খেলতে পারবেন না। টিম ম্যানেজার রতন, কোচ মাহবুব আলম এবং সহকারী কোচ আলম নিষিদ্ধ হয়েছেন বাফুফে আয়োজিত ছয় ম্যাচে। ব্যক্তিগত শাস্তির পাশাপাশি রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মেজবাহ উদ্দিনের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি কমিটি।

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শৃঙ্খলা রক্ষার বিষয়ে বাফুফে সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন বলেছেন, ‘আমরা রেফারিদের নিরাপত্তা, রেফারিং মানসহ সংশ্লিষ্ট সব বিষয়ে অবগত রয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এ ছাড়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নির্দেশনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটি সবকিছু গুরুত্বসহকারে তদারকি করছে বলেও জানিয়েছেন শাহীন। তিনি আরও বলেন, ‘রেফারি খেলা শেষে ম্যাচ কমিশনারকে রিপোর্ট দেবে। এরপর কমিশনার ও রেফারির রিপোর্টের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।’

অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় পর্যায়ের ফুটবলের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে বাফুফে ইতোমধ্যে পাঁচ কোটি টাকা পেয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশনগুলো প্রথম ধাপে ৭৫ হাজার টাকা করে পাচ্ছে। তবে অনেক জেলা কর্মকর্তা এ অর্থকে অপ্রতুল বলে মন্তব্য করেছেন।

Previous articleএএফসি ও সাফে ব্যর্থতার জেরায় দুই দলের কোচিং স্টাফকে তলব করলেন বাফুফে সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here