বাংলাদেশ অ-২০ নারী ফুটবল দল পৌঁছেছে লাওসে। থাইল্যান্ডে যাত্রাবিরতির পর দলটি এখন পুরোপুরি প্রস্তুত এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ বাছাইয়ের জন্য। প্রথম ম্যাচেই স্বাগতিক লাওসের মুখোমুখি হচ্ছে আফিদারা, যার ওপর নির্ভর করছে দলের বাছাই পর্বে টিকে থাকার স্বপ্ন।
আজ (২ আগস্ট) দুপুর দেড়টায় লাওসের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ অ-২০ নারী ফুটবল দল। থাইল্যান্ডে ঘণ্টা দেড়েক যাত্রাবিরতির পর নির্ধারিত সময়েই লাওসে পৌঁছায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।
লাওসে পৌঁছে বাফুফে পাঠানো এক ভিডিও বার্তায় দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন,‘আমরা সবাই সুস্থ রয়েছি। আগামীকাল সকাল থেকেই অনুশীলন শুরু হবে। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ফলাফল নিয়ে ফিরতে পারি।’
বাছাই পর্বে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। ৬ আগস্ট প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট দ্বিতীয় ম্যাচে লড়বে তিমুর-লেস্তের বিরুদ্ধে এবং ১০ আগস্ট শেষ ম্যাচে মাঠে নামবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
বাছাই পর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা তিনটি রানার্স-আপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। তবে বাংলাদেশের গ্রুপে শক্ত প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া থাকায় রানার্স-আপ হওয়াকেই সবচেয়ে বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে দেখছে কোচিং স্টাফ। তাই প্রথম ম্যাচ, অর্থাৎ লাওসের বিপক্ষেই দলের জন্য টুর্নামেন্ট নির্ধারণী একটি পরীক্ষা হয়ে উঠছে।
বাংলাদেশ নারী ফুটবল দল এরই মধ্যে বয়সভিত্তিক সাফল্যে নজর কাড়ছে। অ-১৬ পর্যায়ে টানা দুইবার এশিয়ার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার লক্ষ্য অ-২০ স্তরেও সেই ইতিহাস গড়া। যদিও এখনো এই পর্যায়ে মূল পর্বে খেলার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। তাই সাফ চ্যাম্পিয়ন আফিদা-সাগরিকাদের সামনে বাছাই পেরিয়ে ইতিহাস গড়ার হাতছানি।