২২ দিনের বিরতি শেষে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড। অথচ নতুন লোগো ও স্পন্সরের ব্র্যান্ডিং দিয়ে ভিন্ন আঙ্গিকে লিগ উপস্থাপনের যে ঘোষণা প্রথম রাউন্ডেই দিয়েছিল বাফুফে, সেটি এখনো পূরণ করতে পারেনি সংস্থাটি।

২৭ সেপ্টেম্বর শেষ হয়েছিল প্রথম রাউন্ড। এরপর জাতীয় দলের অক্টোবর উইন্ডোতে ব্যস্ততার কারণে খেলা স্থগিত থাকে। দীর্ঘ বিরতির পর আগামীকাল মানিকগঞ্জে ফকিরেরপুল – রহমতগঞ্জ মুখোমুখি হবে। একই দিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন খেলবে এবং গাজীপুরে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। পরের দিন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ফর্টিজ আর আরামবাগ – পিডব্লিউডির মুখোমুখি হবে।

এ রাউন্ড শেষে এক মাস বিরতি—তৃতীয় রাউন্ড মাঠে গড়াবে ২৪ নভেম্বর থেকে। কারণ ২৫ অক্টোবর কুয়েতে কিংস খেলবে চ্যালেঞ্জ লিগের মূলপর্বে এবং ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ হোম ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ে।

হামজা-শমিত প্রভাব জাতীয় দলে পৃষ্ঠপোষকতা বাড়ালেও ঘরোয়া ফুটবল এখনো স্পন্সর সংকটে। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ, দুটিরই এখনো কোনো আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক ঘোষণা করতে পারেনি বাফুফে। প্রিমিয়ার লিগের নাম পাল্টে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) করা হলেও কোনো লোগো এখনো প্রকাশ হয়নি।

সমালোচনার মুখে বাফুফে প্রথম রাউন্ডের দিন জানিয়েছিল, দ্বিতীয় রাউন্ড থেকেই নতুন লোগো ও স্পন্সরের ব্র্যান্ডিংসহ লিগ উপস্থাপন করা হবে। কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরুর আগমুহূর্তেও সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। ফেডারেশন সূত্র বলছে—একটি প্রতিষ্ঠান স্পন্সর হতে রাজি হলেও তাদের কোন পণ্য বা ক্যাটাগরির নামে ব্র্যান্ডিং হবে, সেই সিদ্ধান্ত না আসায় লোগো চূড়ান্তও হয়নি।

Previous articleবাছাইয়ে বড় হারে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here