নারী ফুটবল লিগে শিরোপাধারী নাসরিন একাডেমির জন্য দুঃস্বপ্ন যেন থামছেই না। একের পর এক বড় ব্যবধানে হারের ধারাবাহিকতায় এবার তাদের বিপক্ষে গোল উৎসবে মেতে উঠল বাংলাদেশ পুলিশ এফসি। কমলাপুরে বুধবার অনুষ্ঠিত ম্যাচে নাসরিন একাডেমিকে ১৫-০ গোলে উড়িয়ে দেয় পুলিশ দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুলিশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সাগরিকা। হ্যাটট্রিকসহ মোট পাঁচ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই ফরোয়ার্ড।
এছাড়া জয়ী দলের হয়ে সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাবিনা আক্তার রুবি ও রোজানা বিনতে রিজভি দুটি করে গোল করেন। একটি করে গোল আসে সুরমা জান্নাত ও কোহাতির পা থেকে।
ম্যাচের সপ্তম মিনিটেই সানজিদা আক্তারের কর্নার থেকে হেডে গোল করে পুলিশের গোলের খাতা খুলে দেন কোহাতি কিসকু। ২০তম মিনিটে থ্রু পাস ধরে এগিয়ে গিয়ে গোলকিপারের চার্জে প্রথমে বল হারালেও দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা।
এরপর ৩২ ও ৩৬তম মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও দুইবার জালের দেখা পান সাগরিকা। প্রথমার্ধেই ছয় গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায় নাসরিন একাডেমি। যদিও ৪২তম মিনিটে সুমি রানীর গোললাইন সেভে আরও বড় ব্যবধানের হাত থেকে কিছুটা রক্ষা পায় দলটি।
বিরতির পরও নাসরিন একাডেমির দুর্ভোগ কমেনি। দ্বিতীয়ার্ধে আরও সাত গোল হজম করে টানা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারীরা।
এ নিয়ে তিন ম্যাচে মোট ৩৫ গোল হজম করল নাসরিন একাডেমি। লিগের শুরুতে নবাগত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-র কাছে ৮-০ গোলে হারার পর রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবের বিপক্ষে তারা হেরেছিল ১২-০ ব্যবধানে।
দিনের অপর ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে সেনাবাহিনী দল।




