আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে বসতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই শনিবার (১৩ সেপ্টেম্বর) কলম্বো উড়াল দেবে বাংলাদেশ দল।

গত বছর ভুটানে এই আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ভুলে একটাই লক্ষ্য—ট্রফি জিতে দেশে ফেরা।

’ গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে। ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে এবং ২১ সেপ্টেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের তরুণরা। গত দেড় মাস ধরে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুশীলন চালিয়ে প্রস্তুতি নিয়েছেন খেলোয়াড়েরা।

শুক্রবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছেন এবং তাদের মধ্যে জেতার ক্ষুধা দেখতে পাচ্ছি। আমরা জানি প্রতিপক্ষ কারা এবং তাদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছি। এবার আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।’

অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন,‘আমরা গতবারের ফাইনাল হারের কষ্ট ভুলিনি। সেই হার থেকে আমরা অনেক কিছু শিখেছি। এবার শুধু সেমিফাইনাল বা ফাইনাল খেলতে যাচ্ছি না, আমরা শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।’

Previous articleচার দিন পিছিয়ে ঘরোয়া মৌসুম, ১৯ সেপ্টেম্বর শুরু চ্যালেঞ্জ কাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here