আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে ভারতের শিলংয়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকা থেকে ফ্লাইটে কলকাতা পৌঁছে সেখানে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর বিকেল চারটায় আরেকটি ফ্লাইটে শিলংয়ে পৌঁছায় জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। সেখান থেকে তারা সরাসরি টিম হোটেলে গিয়ে বিশ্রাম নেন।

এই সফরের জন্য বাংলাদেশের কোচ ২৪ জন ফুটবলারের স্কোয়াড নিয়ে ভারত গিয়েছেন। তবে এখনও চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি। জানা গেছে, শিলংয়ে অনুশীলনের পর একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে আরও একজন ফুটবলার স্কোয়াড থেকে বাদ পড়বেন।

এশিয়ান কাপ বাছাইয়ে ভালো শুরু করতে মরিয়া বাংলাদেশ দল। সমর্থকরা আশাবাদী যে জামাল-হামজারা ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখাবেন।

Previous articleহামজাকে নিয়ে দেশ ছাড়লো বাংলাদেশ; বাদ পড়লেন ৩ জন!
Next articleভুটানের লিগে যাচ্ছেন আরো চার নারী ফুটবলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here