নারী ফুটবল লিগে শুক্রবার ছিল গোলের দিন। নিজ নিজ ম্যাচে দাপুটে জয় পেয়েছে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও সদ্যপূস্করনি যুব স্পোর্টিং ক্লাব। বড় ব্যবধানে জয়ের মাধ্যমে টেবিলের শীর্ষে অবস্থান আরও শক্ত করেছে রাজশাহী, অন্যদিকে ফরাশগঞ্জ ও সদ্যপূস্করনিও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে।

রাজশাহী স্টারস ১৩-০ গোলের বিশাল ব্যবধানে সিরাজ স্মৃতি ক্লাবকে পরাজিত করে। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারায় বিকেএসপিকে। দিনের প্রথম ম্যাচে সদ্যপূস্করনি যুব স্পোর্টিং ক্লাব ৯-২ গোলে নাসির স্পোর্টিংকে উড়িয়ে দেয়।

আট ম্যাচে শতভাগ জয় নিয়ে ২৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী স্টারস। ১১ দলের এই লিগে প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি রয়েছে। শেষ দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে কয়েক দিন পর।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। নারী লিগের শীর্ষ দলগুলোর অনেক খেলোয়াড়ই বয়সভিত্তিক জাতীয় দলের সদস্য হওয়ায় ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। জাতীয় দল দেশে ফেরার পর ১০ ও ১৩ ফেব্রুয়ারি শেষ দুই রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের কারণে সেই সূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে ফুটবলাঙ্গনে।

আজ রাজশাহীর জয়ে গোল উৎসবে মাতেন ঋতুপর্ণারা। আলপী আক্তার একাই পাঁচ গোল করেন, ঋতুপর্ণা করেন হ্যাটট্রিক। এছাড়া নেপালের দীপা সাহী, শাহেদা আক্তার রিপা দুটি এবং মুনকি আক্তার একটি গোল যোগ করেন।

রাজশাহী স্টারসের শিরোপা জয়ের পথে এখন একমাত্র বড় বাধা সেনাবাহিনী ফুটবল দল। লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেনাবাহিনী যদি রাজশাহীকে হারাতে পারে এবং উভয় দলই নবম ম্যাচ জেতে, তবে পয়েন্ট সমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

রাজশাহীর পাশাপাশি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। যদিও রাজশাহীর কাছে হেরে তারা তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। ফলে ফরাশগঞ্জ তাকিয়ে আছে রাজশাহী-সেনাবাহিনী ম্যাচের ফলের দিকে। আজ বিকেএসপির বিপক্ষে কষ্টার্জিত জয়ে ফরাশগঞ্জের হয়ে গোল করেন মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

Previous articleভিয়েতনামের বিপক্ষে বড় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ
Next articleএশিয়ান কাপের আগে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিবে বাংলাদেশ নারী দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here