ফেডারেশন কাপে ফকিরেরপুলের কাছে লিগে পাওয়া হতাশাজনক হার ভুলতে চেয়েছিল মোহামেডান। ফর্টিসের বিপক্ষে জয় পেলে সে সুযোগ ছিল হাতের নাগালেই। পিছিয়ে পড়েও শেষ সময়ে গোল করে অন্তত এক পয়েন্ট তুলে নিতে পেরেছে আলফাজ আহমেদের দল।

মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও ফর্টিস ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে।

২৭ মিনিটে ওকাফরের গোলে এগিয়ে যায় ফর্টিস। বিরতির পর সুযোগ নষ্টের খেসারত দিচ্ছিল মোহামেডান। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে স্যামুয়েল বোয়েটাংয়ের গোল সমতায় ফেরায় সাদা–কালোদের। এর আগে লিগের প্রথম ম্যাচে এই ফর্টিসের কাছেই ২-০ গোলে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই ফর্টিস ছিল এগিয়ে। তৃতীয় মিনিটেই ওমর বাবুর শট ঠেকান মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। পাঁচ মিনিটের মধ্যেই আরও দুবার বিপজ্জনক অবস্থায় পড়েছিল মোহামেডানের রক্ষণ। ১৮ মিনিটে সাজেদকে দুর্দান্ত সুযোগ বানিয়ে দিয়েও গোল পায়নি ফর্টিস।
২২ মিনিটে ওমর বাবুর দূরপাল্লার শট সাইড নেট ঘেঁষে বেরিয়ে যায়।

২৭ মিনিটের আক্রমণে এগিয়ে যায় ফর্টিস। লম্বা থ্রো ইনে অনন্ত তামাংয়ের হেড ফিরিয়ে দেন সাকিব। ফিরতি বলেও ওমর বাবুর হেড ঠেকান তিনি। কিন্তু দ্বিতীয় রিবাউন্ডে ওকাফরের হেড আর থামাতে পারেননি মোহামেডান গোলকিপার। এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ছন্দ খুঁজে পায় মোহামেডান। বোয়েটাং, মেহেদী মিঠু ও সাগরের কয়েকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে বোয়েটাংয়ের হেড ঠেকিয়ে দেন ফর্টিস গোলকিপার সুজন পেরেইরা।
৮৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বোয়েটাং, তবে এক মিনিট পরই সেই হতাশা মুছে দেন তিনি। রহিম উদ্দিনের বিল্ডআপ থেকে পাওয়া বলে নিখুঁত ফিনিশে সমতায় ফেরান ঘানার ফরোয়ার্ড।

শেষ মুহূর্তে দুই দলই চেষ্টা চালালেও আর গোল হয়নি। ফলে ভাগাভাগি করে নিতে হয় পয়েন্ট।

এই ড্রয়ের পর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় আরামবাগকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। প্রথম ম্যাচে হারা পুলিশ তিন পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। দুই ম্যাচে দুই পয়েন্ট পাওয়া ফর্টিস আছে তিনে।

Previous articleচীনের কাছে বড় হারে এএফসি অনূর্ধ্ব-১৭ স্বপ্নভঙ্গ বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here