সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। তবে আজকের বাংলাদেশ-ভারতের ম্যাচটি হয়ে উঠেছিল উত্তেজনায় ভরপুর। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয়। প্রথম পর্বে ভারতের কাছে ২-০ গোলে হারা বাংলাদেশের মেয়েরা আজকের জয় দিয়ে সেই হারের বদলা নিলেন।
ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে দৃশ্য ছিল ভিন্নধর্মী—বাংলাদেশি ফুটবলারদের উল্লাস আর ভারতীয়দের অশ্রুধারা। কারণ ৮৮ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ভারত নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরালেও ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে সুরভী আকন্দ প্রীতির নেওয়া শটে গোলরক্ষকের ভুলে জয়সূচক গোল পায় বাংলাদেশ। বল পোস্টে লেগে গড়িয়ে ভারতের জালে ঢোকার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আনন্দে মেতে ওঠে, আর ভারত হার মানতে না পেরে ভেঙে পড়ে কান্নায়।
প্রথম মিনিটেই পূর্ণিমা মারমার হেডে গোল করে দারুণ শুরু করে বাংলাদেশ। সাত মিনিট পর ভারত সমতা ফেরালেও ৩৬ মিনিটে আলপী আক্তারের গোলে আবার এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। বিরতির পর ৪৭ মিনিটে প্রীতি ব্যবধান ৩-১ করলে ম্যাচ তখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। তবে ৬৫ ও ৮৮ মিনিটে রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে দুটি গোল হজম করে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলেই নাটকীয় জয় নিশ্চিত হয়। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জয়সূচক গোলের নায়িকা সুরভী আকন্দ প্রীতি।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত ছয় ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে। ১৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত রানার্সআপ। ভুটানের বিপক্ষে ড্র না হলে সমান ১৫ পয়েন্টে শিরোপা লড়াই হতো হেড-টু-হেড ও গোল ব্যবধানে।