ব্যাগ গুছিয়ে সকল খেলোয়াড় ক্লাবের নিচে এসে দাড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা হওয়ার অপেক্ষা। কিন্তু ঠিক শেষ মুহূর্তেই নির্দেশনা এলো, এএফসি কাপের খেলা স্থগিত করা হয়েছে। খবরটি শুনে হতাশ হয়ে পড়লো বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও কর্মকর্তা।

মালদ্বীপে ১৪ থেকে ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এএফসি কাপ ২০২১ এর ডি গ্রুপের (দক্ষিণাঞ্চল) খেলা। কিন্তু হঠাৎ করেই মালদ্বীপে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়া মালদ্বীপ সরকার অনুরোধ করে খেলা আয়োজন না করার বিষয়ে। শেষে বাংলাদেশ, ভারত সহ কয়েকটি দেশের মানুষের ভ্রমন নিষেধাজ্ঞাই জারি করে দেয়া। এতে বাধ্য হয়ে খেলা স্থগিত ঘোষণা করেছে এএফসি।

এই বিষয়ে এএফসি’র ওয়েবসাইটে জানানো হয়, ‘ এএফসি অংশগ্রহনকারী ক্লাবগুলোর সাথে যোগাযোগ করেছে এবং তাদের ভ্রমন আয়োজন বাতিলের নির্দেশ দিয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এএফসি কাপের (দক্ষিণ) ম্যাচগুলো স্থগিত ঘোষণা করা হল।’

Previous articleএএফসি কাপ খেলতে আসছে না কিংসের প্রতিপক্ষ মোহনবাগান!
Next articleমোস্তফার জোড়া গোলে বারিধারার সহজ জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here