সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে প্রথম অংশগ্রহণে জয় না পেলেও শেষ ম্যাচে অন্তত হার এড়াল বাংলাদেশের নাসরিন একাডেমি। লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ দিকে সমতায় ফিরে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সানজিদা আক্তারের দল।
বুধবার (১৭ ডিসেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানের লিগ চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট ইউনাইটেড শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। তার ফলও পায় তারা। ম্যাচের ৩৯ মিনিটে গোল করে এগিয়ে যায় ভুটানের দলটি।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় নাসরিন একাডেমি। ম্যাচের শেষ দিকে এসে সেই প্রচেষ্টা সফল হয়। ৮৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান নাসরিন একাডেমির খেলোয়াড়রা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।
আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোল হজম করা নাসরিন একাডেমির জন্য এই ড্র কিছুটা স্বস্তির হলেও জয়হীনভাবেই শেষ করতে হলো টুর্নামেন্ট। পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুই ম্যাচ ড্র ও তিন ম্যাচে হার নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের ক্লাবটি।
টুর্নামেন্ট শেষে দলের অধিনায়ক সানজিদা আক্তার বলেন, “আমাদের প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি। ফলে এই ক্লাব কাপে ভালো ফল আসেনি। দল গঠনটাও প্রত্যাশিত মানের হয়নি।”
প্রথমবারের অংশগ্রহণে অভিজ্ঞতা অর্জনই আপাতত বড় প্রাপ্তি হিসেবে দেখছে নাসরিন একাডেমি।




