দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ (বুধবার) দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা দেশের ফুটবলের একরকম অলিখিত সংস্কৃতি হলেও এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় বাফুফে সংবাদ সম্মেলনের আয়োজন করেনি।
জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক দলগুলোকেও সাফ কিংবা অন্য কোনো আমন্ত্রিত টুর্নামেন্টে পাঠানোর আগে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে অতীতে। কিন্তু সাম্প্রতিক সময়ে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই কিংবা এবার নেপাল সফর—কোনোটির আগে এমন আয়োজন দেখা যায়নি। গত সোমবার অনুশীলনের আগে কোচ ক্যাবরেরা ও ডিফেন্ডার তপু বর্মন কয়েক মিনিট গণমাধ্যমের সঙ্গে কথা বললেও সেটা ছিল করোনাকালের মতো দূরত্ব বজায় রেখে। সাংবাদিকরা ছিলেন গ্রিলের এপারে, আর কোচ-খেলোয়াড় দাঁড়িয়েছিলেন অ্যাথলেটিক্স ট্র্যাকে।
অতীতে দল ঘোষণার দিন বা সফরের আগের দিন সংবাদ সম্মেলন হতো। সেখানে দল নির্বাচন, কৌশল, খেলার ধরন ও লক্ষ্য নিয়ে প্রশ্নোত্তর চলত। এবার তার ব্যতিক্রম হয়েছে। চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে আজ সকাল ১১টার দিকে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে। অথচ জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা মিডিয়ার মাধ্যমে জানানোর প্রচলনই ছিল আগে। এর আগে বাহরাইন সফরের সময়ও অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, সেটাও সফরে পৌঁছানোর একদিন পর।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে—যেখানে বাফুফে মিডিয়াকে প্রায়ই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রচারে উৎসাহিত করে, সেখানে নিজেরাই যদি সংবাদ প্রচারের সুযোগ না রাখে, তবে স্পন্সররা কিভাবে আলোয় আসবে? অনুশীলন ক্লোজড ডোর, সংবাদ সম্মেলন নেই—জাতীয় দলে প্রচারের জায়গাটা তাই ক্রমেই সংকুচিত হচ্ছে।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার : মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম
ফরোয়ার্ড : আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা