বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্প্রতি বেশ কিছু শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কড়া শাস্তি আরোপ করেছে। গত বুধবার ডিসিপ্লিনারি কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিনকে ছয় মাসের জন্য বাফুফে আয়োজিত কোনো ফুটবল ম্যাচে অংশ নিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
বাফুফের বিবৃতিতে জানানো হয়, গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনীর বিপক্ষে ম্যাচে সাদ উদ্দিন ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ মে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ মে থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। একই ম্যাচে বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিও শাস্তির মুখোমুখি হয়েছেন। তিনি অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
এছাড়া কিংস অ্যারেনায় দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ ঠেকাতে বাফুফে বিশেষ পদক্ষেপ নিয়েছে। মাঠে বারবার শৃঙ্খলা ভঙ্গের কারণে আগামী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার শাস্তি দেওয়া হয়েছে, তবে তা আপাতত স্থগিত। আগামী ছয় মাসের মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে শাস্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগেও (বিসিএল) শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফে কঠোর অবস্থান নিয়েছে। গত ১১ মে সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে ফর্টিস গ্রাউন্ডে রেফারিকে মারধর করায় সিটি ক্লাবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সিটি ক্লাবের গোলকিপার কোচ শাহ আলম টুটুল এবং চার ফুটবলার—মাসুম মিয়া, মিজানুর রহমান, ও আশরাফুল ইসলামকে এক বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাবকেও শৃঙ্খলাভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই দুই ক্লাবের কয়েকজন কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়দেরও বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।