পাঁচ দিনের ব্যবধানে তৃতীয় ম্যাচ খেলতে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে তাদের ফিরতি লড়াই। আগের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৬টায় ভুটানের প্রতিপক্ষ ভারত।
তিন ম্যাচ শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে পাওয়া ৩ পয়েন্টে তালিকায় তিন নম্বরে নেপাল। টানা তিন ম্যাচ হেরে সবার নিচে ভুটান।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই শিরোপা জিতবে। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশ শিরোপার মূল দাবিদার। তবে নেপালের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, যদিও ভারতের কাছে ৭-০ আর বাংলাদেশের কাছে ৩-০ গোলে হারের পর তাদের সামনে কঠিন সমীকরণ।
শিরোপার আশা জিইয়ে রাখতে হলে বাকি তিন ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষেও জিততে হবে সমীকরণ মেলাতে। তবে আপাতত নেপাল ম্যাচ নিয়েই ভাবছে দল। দলের সঙ্গে থাকা সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, আগের ম্যাচে করা ভুল শুধরে আজ জয় নিয়েই মাঠে নামবে মেয়েরা। গতকাল বিকেল আড়াইটা থেকে ৪টা পর্যন্ত অনুশীলন করেছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যরা। দলের কারও চোট শঙ্কা নেই বলেও জানা গেছে।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ – পয়েন্ট তালিকা (৩ ম্যাচ শেষে)
দল | খেলেছে | জয় | ড্র | হার | গোল করেছে | গোল খেয়েছে | গোল ব্যবধান | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
ভারত | ৩ | ৩ | ০ | ০ | ১১ | ০ | +১১ | ৯ |
বাংলাদেশ | ৩ | ২ | ০ | ১ | ৬ | ২ | +৪ | ৬ |
নেপাল | ৩ | ১ | ০ | ২ | ৩ | ১০ | -৭ | ৩ |
ভুটান | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৮ | -৮ | ০ |