বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আজ। উল্লেখযোগ্যভাবে এবার দল থেকে বাদ পড়েছেন প্রতিভাবান ফরোয়ার্ড এলমান মতিন।এলমান মতিন একজন উদীয়মান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি বর্তমানে ইংল্যান্ডের চার্লটন অ্যাথলেটিক ফুটবল ক্লাবের একাডেমিতে খেলছেন।কোচিং স্টাফরা নতুন পরিকল্পনার আলোকে দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন।
ভারতের অরুনাচলে ৯ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।বাংলাদেশের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে ৯ মে।আগামীকাল ভারতের উদ্দেশ্য রউনা করবে বাংলাদেশ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (২০২৫)
গোলরক্ষক:
মো. ইসমাইল হোসেন মাহিন, মো. নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী
ডিফেন্ডার:
আশিকুর রহমান, মো. মিঠু চৌধুরী, মো. সিফাত, সাহারিয়ার, মো. আবদুল রিয়াদ ফাহিম, সালাহ উদ্দিন সাহেদ, মো. দিলওয়ার, সানি দাস ও মো. সিয়াম অমিত।
মিডফিল্ডার:
আবদুল কাদির,মো. কামাল মেরধা,মো. রতুল হাসান, স্যামুয়েল রাকসাম ও নাজমুল হুদা ফয়সাল।
উইঙ্গার:
মো. মুরসেদ আলী,মো. জয় আহমেদ
ফরোয়ার্ড:
স্রি সুমন সোরেন,মো. মানিক,মো. রিফাত কাজী,আশিক
এলমান মতিনের বাদ পড়া ফুটবল মহলে আলোচনার জন্ম দিলেও, কোচিং স্টাফের পরিকল্পনায় তরুণ ও ফর্মে থাকা খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়াই ছিল মূল লক্ষ্য।