তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক প্রস্তুতির সুযোগ দিতে বয়সভিত্তিক খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক করার সুফল মিললেও সূচি জটিলতায় পড়েছে নারী ফুটবল লিগ। নেপালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৯ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের কারণে লিগের শেষ দুই রাউন্ড পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

চলতি মৌসুমের নারী ফুটবল লিগে বয়সভিত্তিক খেলোয়াড় অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করেছে বাফুফে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের স্কোয়াডে চারজন এবং ম্যাচের একাদশে দুজন করে অনূর্ধ্ব–২০ ও অনূর্ধ্ব–১৭ দলের খেলোয়াড় রাখতে হচ্ছে। এতে তরুণ ফুটবলাররা আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন।

এরই মধ্যে নারী লিগ চলাকালীন আগামী ৩১ জানুয়ারি থেকে নেপালে শুরু হচ্ছে অনূর্ধ্ব–১৯ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ, যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়াড়ই নারী লিগের বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন। ফলে লিগের শেষ দুটি রাউন্ডে অনূর্ধ্ব–১৯ পর্যায়ের খেলোয়াড়দের পাওয়া যাবে না।

এমন পরিস্থিতিতে তাঁদের ছাড়া ম্যাচ খেলতে রাজি নয় ক্লাবগুলো। তাই সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর নারী লিগের শেষ দুটি রাউন্ড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, লিগের শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩০ ও ৩১ জানুয়ারি এবং ২ ও ৩ ফেব্রুয়ারি। ২৮ জানুয়ারি বাংলাদেশ দল নেপালের উদ্দেশে রওনা দেবে, যেখানে দলে অধিকাংশ খেলোয়াড়ই বাংলাদেশ সেনাবাহিনী দলের। পাশাপাশি রাজশাহী, ফরাশগঞ্জ ও পুলিশ দলের কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন।

আগে ৩ ফেব্রুয়ারি লিগ শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিগ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এতে প্রায় ১০ দিন সময় পিছিয়ে যাচ্ছে, যা ক্লাবগুলোর জন্য বাড়তি খরচের কারণ হবে। তবে জাতীয় দলের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

Previous articleসাবিনার জোড়া গোলে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়, আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here