সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড-রবিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা শেষ মুহূর্তে ছড়িয়ে দিয়েছেন উচ্ছ্বাস। ম্যাচে দুইজন খেলোয়াড় লাল কার্ড পাওয়া স্বত্ত্বেও, যোগ করা সময়ে তৃষ্ণা রানীর গোল বাংলাদেশের হয়ে ৩–২ ব্যবধানে জয় এনে দেয়।

রবিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের স্বাদ পায় নেপাল। বাংলাদেশের জয়ের নায়ক হয়ে ওঠেন তৃষ্ণা রানি সরকার। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে তার করা দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে দল নিশ্চিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

প্রথমার্ধে ১৬ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফারজানা হক প্রীতির কর্নার কিক থেকে হেডে গোল করেন অধিনায়ক আঁখি খাতুন। কিন্তু মাত্র তিন মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় নেপাল—রেনু ও চেতনা কাঠায়াতের যুগল প্রচেষ্টায় গোলটি করেন গীতা মাণ্ডি।

৩৫ মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার তহুরা খাতুনের পাস থেকে ফারজানা হক প্রীতি চমৎকার প্লেসিংয়ে গোল করেন। তবে বিরতির আগ মুহূর্তে বাংলাদেশ পড়ে যায় চাপে। ৪১ মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আঁখি খাতুন।

দ্বিতীয়ার্ধে সংখ্যাগত ঘাটতি থাকা বাংলাদেশের ওপর চাপ বাড়াতে থাকে নেপাল। ৫৬ মিনিটে সেই চাপের ফল মেলে—ফের গীতা মাণ্ডি গোল করে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা ফেরান।

৭৪ মিনিটে বাংলাদেশ আরও বিপদে পড়ে। এবার মাঠ ছাড়তে হয় গোলদাতা প্রীতিকে, তিনিও দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে বিদায় নেন। নয়জন খেলোয়াড় নিয়ে শেষ ১৫ মিনিটে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ দল।

তবে শেষ হাসি হেসেছে তারাই। ইনজুরি টাইমে, নেপালের ভুল পাস থেকে বল পেয়ে যান তহুরা। তাঁর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে, ফিরতি বলে বল জালে ঠেলে দেন তৃষ্ণা রানি সরকার

Previous articleশ্রীলঙ্কান কিশোরীদের গোল বন্যায় ভাসিয়েছে বাংলার কিশোরীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here