সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। ফাইনালে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোসাম্মৎ সাগরিকা। ট্রফির আনন্দ কাটতে না কাটতেই শুরু হচ্ছে নতুন প্রস্তুতি—২ থেকে ১০ আগস্ট লাওসে এএফসি অ-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুর-লিস্তের মুখোমুখি হবে দলটি।

সাগরিকা বলেন, “আমরা অনেক প্রস্তুত আছি। এর চেয়েও ভালো কিছু করতে হবে। কোচের নির্দেশনা মেনে খেললে ভালো কিছু করতে পারব।” সিনিয়র দলের সাফল্য ও দর্শকদের সমর্থনকে প্রেরণা হিসেবে দেখছেন তিনি।

অ-২০ দলের মূল একাদশে প্রতিযোগিতা নিয়েও সাগরিকা বলেন, “প্রতিটি পজিশনে একাধিক খেলোয়াড় থাকলে সবাই ভালো করার জন্য লড়াই করে।” নারী ফুটবলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন ও বর্তমান কোচ পিটার বাটলারকে গড়ে তোলার কৃতিত্ব দিয়েছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে অনুকরণকারী সাগরিকার সেরা স্মৃতি ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোল এবং নেপালের বিপক্ষে করা হ্যাটট্রিক। এবারের লক্ষ্য—এএফসি মূল পর্বে জায়গা করে নেওয়া।

Previous articleসাগরিকায় বিধ্বস্ত নেপাল; শিরোপা জয় বাংলাদেশের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here