থাইল্যান্ডের ব্যাংককে চলমান নারী ও পুরুষ সাফ ফুটসাল টুর্নামেন্টে বিপরীত চিত্র দেখাল বাংলাদেশ। পুরুষ দল মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হারলেও নারী দল টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে।

সাফ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৬–১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের আধিপত্য স্পষ্ট ছিল। প্রথমার্ধেই তারা ৪–০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি গোল করে ব্যবধান কমায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত ফুটবল খেললেও বাংলাদেশ আরও দুটি গোল হজম করে। কয়েকটি আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি হলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয় দলটি।

এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাচে প্রথমে দুই গোলে এগিয়ে গিয়ে পরে ২–২ সমতায় পড়ে। দ্বিতীয়ার্ধে ভারত দুই দফা লিড নিলেও বাংলাদেশ দুইবার গোল করে ম্যাচটি ৪–৪ ড্র করে এক পয়েন্ট আদায় করে নেয়। তবে মালদ্বীপের বিপক্ষে সেই ছন্দ আর ধরে রাখা যায়নি।

ফুটসালে মালদ্বীপের অভিজ্ঞতা ও অভ্যস্ততা তাদের পারফরম্যান্সে স্পষ্ট। দেশটির রাজধানী মালে শহরে সন্ধ্যার পর ফুটসাল বিনোদনের অংশ, যেখানে রাতভর খেলা চলে—এই সংস্কৃতিই আন্তর্জাতিক মঞ্চে তাদের এগিয়ে রাখছে।

দুই ম্যাচ শেষে পুরুষ দল এখনো জয়ের দেখা পায়নি। তবে নারী দল দিয়েছে স্বস্তির খবর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা ভারতের বিপক্ষে ৩–১ গোলে জয় পেয়েছে। অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন, অন্য গোলটি আসে সুমাইয়ার পা থেকে।

আগামীকাল বাংলাদেশ নারী ফুটসাল দল ভুটানের মুখোমুখি হবে। নারী ও পুরুষ—দুই বিভাগেই সাফের ছয়টি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, আর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

Previous articleসাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের কারণে পিছোল নারী ফুটবল লিগের শেষ দুই রাউন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here