সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশ নিতে আজ ভারতের পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। আজ (মঙ্গলবার) কলকাতা হয়ে টুর্নামেন্টের ভেন্যু ভারতের অরুণাচল প্রদেশে পৌঁছেছে যুবারা। ভ্রমণক্লান্তি কাটাতে আজ কোনো অনুশীলন সেশন রাখা হয়নি। টিম হোটেলে বিশ্রাম নিয়ে আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবে দল।
আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অরুণাচল প্রদেশে বাংলাদেশ দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। এর আগে দেশের মাটিতে ২১ দিন অনুশীলন করে পুরোপুরি প্রস্তুত হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে ভালো ফল অর্জনের লক্ষ্যে খেলোয়াড় ও কোচিং স্টাফরা আত্মবিশ্বাসী ও প্রস্তুত।
অরুণাচল প্রদেশে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে অনাড়ম্বর অভ্যর্থনা জানান অরুণাচল প্রদেশ সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা ঝিংনু নামচুম এবং অরুণাচল প্রদেশের ক্রীড়া পরিচালক ও অরুণাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ প্রতিনিধি টাডার আপ্পা।
উল্লেখ্য, আগামী ৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১১ মে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমি ফাইনালে। দেশ ছাড়ার আগে ফাইনাল খেলা ও শিরোপা নিয়ে দেশে ফেরার লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছে ফয়সাল-কাদিররা। নারীদের ফুটবলে বিপ্লব ঘটানো কোচ গোলাম রব্বানী ছোটনও শিরোপা জয়ের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে গেছেন।