ভুটানের লিগে যেনো হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। সর্বমোট ১০ জন বাংলাদেশী নারী ফুটবলারকে নিজেদের দলে পাওয়া ইচ্ছা পোষণ করেছে ভুটান লিগের দলগুলো; তার মধ্যে পারো এফসি অন্যতম। এই দলে খেলবে ৪ জন বাংলাদেশী। যারা ইতিমধ্যে ভুটান পৌঁছেছে। প্রথম ৪ জনের পর আরো ৪ জন নারী ফুটবলার ভুটান যাচ্ছেন।

ভুটান লিগের দল পারো এফসিতে যোগ দিয়েছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুসিমা সুমাইয়া। এই ৪ জনের পর আরো ৪ জন ভুটান যাচ্ছেন। তারা হলেন মারিয়া মান্ডা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র এবং কৃষ্ণা রাণী সরকার। এদের মধ্যে মারিয়া মান্ডা, সানজিদা আক্তার এবং শামসুন্নাহার সিনিয়র খেলবে থিম্পু সিটির হয়ে। অন্যদিকে কৃষ্ণা রাণী সরকারকে দেখা যাবে ট্রান্সপোর্ট ইউনাইটেড জার্সিতে।

ট্রান্সপোর্ট ইউনাইটেডের প্রথমে চাওয়া ছিলো সাগরিকা। তবে ফিফার নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ না হওয়ায় ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলতে পারবে না সাগরিকা। তাই সাগরিকার বদলে কৃষ্ণা রাণী সরকারকে নিয়েছে দলটি। এছাড়া আগামী ১১ ই এপ্রিল বাকি দুইজন বাংলাদেশীর ভুটান যাওয়ার কথা রয়েছে। এই দুইজন হলেন ডিফেন্ডার মাসুরা পারভীন এবং গোলরক্ষক রূপনা চাকমা। তারা ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন।

Previous articleক্যাম্পে যোগ দেয়ার সম্ভাবনা কম কিছু নারী ফুটবলারের
Next articleফিফা ব্যাজ পেলেন বাংলাদেশের ১১ রেফারি ও সহকারী রেফারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here