আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসী সূচনা করল বাংলাদেশ নারী জাতীয় ফুটসাল দল। কৌশলগত পরিকল্পনা, আক্রমণাত্মক মানসিকতা ও কার্যকর ম্যাচ ম্যানেজমেন্টে ভারত নারী ফুটসাল দলকে ৩–১ গোলে পরাজিত করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সপ্তম মিনিটে কৃষ্ণা রাণী সরকারের নিখুঁত অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা খাতুন। এই গোলের মাধ্যমে নারী ফুটসাল দলের হয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক গোলদাতা হিসেবে ইতিহাস গড়েন তিনি।

১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন। বাম প্রান্ত থেকে কৃষ্ণা রাণী সরকারের দুর্দান্ত ক্রসে ভারতীয় ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

ডায়মন্ড শেপে আক্রমণ সাজিয়ে দ্রুত ট্রানজিশনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। হাই প্রেসিং, দ্রুত বল রিকোভারি এবং অভিজ্ঞ খেলোয়াড়দের কার্যকর পারফরম্যান্স ছিল দলের বড় শক্তি। স্কোরলাইনের সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে ফাউল ম্যানেজমেন্ট ও টাইমআউট ব্যবহারের মাধ্যমে ম্যাচের ছন্দ নিজেদের পক্ষে রাখে বাংলাদেশ। হেড কোচ সাইদ খোদারাহমির সঠিক ম্যাচ রিডিং ও সময়োপযোগী সিদ্ধান্তও জয়ে বড় ভূমিকা রাখে।

দ্বিতীয়ার্ধে ভারত কয়েকবার আক্রমণে উঠলেও দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির অনবদ্য পারফরম্যান্সে বারবার ব্যর্থ হয় তারা।

৩১ মিনিটে মিডফিল্ড থেকে দ্রুত আক্রমণে লং রেঞ্জ শটে গোল করে ব্যবধান ৩–০ করেন সুমাইয়া মাতসুশিমা। ৩৬ মিনিটে একটি গোল শোধ করে ভারত, তবে এরপর আর ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি তারা।

এই জয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণে বেড়েছে এবং আন্তর্জাতিক ফুটসাল মঞ্চে দলটির সম্ভাবনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

Previous articleবিপক্ষে রোমাঞ্চকর ড্র দিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here