জর্ডানে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। রবিবার এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন ‘বিদ্রোহে’ যুক্ত থাকা রুপনা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ফুটবলার সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের। বিশেষ করে ভুটানের নারী লিগে ফর্মে থাকা সত্ত্বেও এই দুই খেলোয়াড়ের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জবাব দিতে হয় কোচ পিটার জেমস বাটলার ও বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণকে।

ধারণা করা হচ্ছিল, জর্ডান সফরের জন্য সিনিয়রদের বাদ দিয়ে নতুনদের নিয়ে দল গড়তে পারেন বাটলার। সেই ধারাবাহিকতায় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে স্কোয়াডে রাখা হয়নি। সিনিয়রদের না রাখার বিষয়ে ব্যাখ্যা দিয়ে পিটার বাটলার বলেন, ‘আমাকে অনেক কিছু বিবেচনা করেই দল তৈরি করতে হয়েছে। ফিটনেস, শৃঙ্খলা এবং আগামীর জন্য একটা শক্তিশালী দল গঠণের জন্যই ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।’

সাবিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তার ফর্ম শেষের দিকে।’ অন্যদের ক্ষেত্রে তিনি ফিটনেসের ঘাটতি ও দীর্ঘদিন অনুশীলনে না থাকার বিষয়টি তুলে ধরেন। এ নিয়ে বাফুফে কোচের কাছে ব্যাখ্যা চেয়েছে কিনা জানতে চাইলে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দল ঠিক করা কোচের এখতিয়ার। আমরা কখনো কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। এর ব্যাখ্যা কোচই ভালো দিতে পারবেন। তিনি স্বাধীন।’

ঘোষিত দল আগামীকাল (সোমবার) সকালেই জর্ডানের উদ্দেশে রওনা হবে। বাংলাদেশ ৩১ মে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার, দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে।

এছাড়া এই দল নিয়েই আগামী ২৯ জুন মিয়ানমারে শুরু হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপসেরা দলই ২০২৬ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে।

Previous articleসাফের গঠনতন্ত্র সংশোধন, সালাউদ্দিনের নির্বাচনে বাঁধা নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here