সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের হাত থেকে ট্রফি তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।

নেপাল ও ভূটানের মধ্যকার ম্যাচ দিয়ে বিকেলে পর্দা নামে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের। তবে দিনের শুরুতেই বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচেই নির্ধারিত হয়ে যায় চ্যাম্পিয়ন। একচেটিয়া পারফরম্যান্সে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফ সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ঐতিহাসিক ট্রফি তুলে দেন এবং তার গলায় পরিয়ে দেন স্বর্ণ পদক।

এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাফের অন্যান্য কর্মকর্তারা এবং থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা।

সাফের প্রথম এই নারী ফুটসাল আসরে রানার্সআপ হয়ে রৌপ্য পদক জিতেছে ভারত। তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পেয়েছে নেপাল। ব্যক্তিগত কোনো পুরস্কার না থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ গোল করে নিজের দাপট দেখান।

Previous article১৪ গোলের রেকর্ড জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, সাবিনার নেতৃত্বে প্রথম নারী সাফ ফুটসাল শিরোপা
Next articleসাবিনাকে নিয়ে গর্বিত তাবিথ আউয়াল, ফুটবল–ফুটসালে দুই শিরোপার অনন্য কীর্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here