চলমান বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ না হতেই মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। পারিবারিক কারণ দেখিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাদাকালো জার্সির নির্ভরযোগ্য এই ফুটবলার। ক্লাব ও খেলোয়াড়, দুপক্ষই নিশ্চিত করেছে তিনি আর মোহামেডানে ফিরছেন না।

নিজ দেশের ক্লাব ডায়নামো সামারকান্দ থেকে ২০২২ সালে মোহামেডানে যোগ দেন মুজাফফরভ। খুব অল্প সময়েই দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন ৩০ বছর বয়সী এই উজবেক ফুটবলার। তার উপস্থিতিতেই ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জেতে মোহামেডান। একই সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসও গড়ে ক্লাবটি।

সাদাকালো জার্সিতে মুজাফফরভ খেলেছেন ৫৩টি ম্যাচ। গোল করেছেন ১১টি। মাঠের ভেতরে তার নিয়ন্ত্রণ, পরিশ্রম আর নেতৃত্বে মোহামেডানের মাঝমাঠ ছিল অনেকটাই স্থির ও ভারসাম্যপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে বেতনসহ আর্থিক বিষয় নিয়ে ক্লাবের সঙ্গে তার টানাপড়েন চলছিল বলে জানা গেছে।

মোহামেডান ফুটবল দলের গোলরক্ষক কোচ ছাইদ হাছান কানন জানান, “২৭ ডিসেম্বরের ম্যাচ খেলার পরদিনই দেশে ফেরেন মুজাফফরভ। যাওয়ার সময় বাবার অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, দ্বিতীয় পর্ব শুরুর আগে আবার ফিরে আসবেন। পরে অবশ্য তিনি ক্লাবকে জানিয়ে দেন, পারিবারিক পরিস্থিতির কারণে আর ফেরা সম্ভব নয়।”

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে মুজাফফরভ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, “আমি সাড়ে চার বছর ধরে মোহামেডান ক্লাবে আছি। আমরা অনেক পুরস্কার জিতেছি, অনেক ইতিহাস ও রেকর্ড গড়েছি। এই ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। পারিবারিক কারণে আমি ক্লাব ছাড়ছি। মোহামেডানকে আমি কখনও ভুলব না। লাভ মোহামেডান।”

এক যুগেরও বেশি সময় পর ক্লাবের সোনালি সাফল্যে বড় ভূমিকা রাখা এই বিদেশি ফুটবলারের বিদায়ে মাঝমাঠে বড় শূন্যতার মুখে পড়ল মতিঝিল পাড়ার ক্লাবটি।

Previous articleফুটসাল মঞ্চে সাবিনার প্রত্যাবর্তন, সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে অভিজ্ঞ অধিনায়ক
Next articleগোলবন্যার লিগে প্রশ্নের মুখে প্রস্তুতি, ফরাশগঞ্জের ১০ গোলের জয় 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here