সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হতাশাজনক পরাজয়ের খেসারত দিতে হলো জামাল ভূঁইয়ার বাংলাদেশকে। আজ (বৃহস্পতিবার) ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১৮৪তম অবস্থানে রয়েছে লাল-সবুজের দল।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত এই তালিকায় আগের অবস্থান ছিল ১৮৩। জুন ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। প্রথমটিতে ভুটানকে ২-০ গোলে হারালেও, দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে হারে দলটি।

ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হতে পারত বাংলাদেশের। কিন্তু সেই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি হামজা-শোমিত-জামাল-তপুরা। ফুটবলপ্রেমীদের আশাভঙ্গের পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও পড়েছে এর নেতিবাচক প্রভাব।

ফিফার র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া যেন বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সময়ের চিত্রই ফুটিয়ে তুলেছে। আগামী ফিফা উইন্ডো ও আন্তর্জাতিক ম্যাচগুলোতে কেমন ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, এখন সেটাই দেখার অপেক্ষা।

Previous articleএএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনীর হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে
Next articleসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের নিয়ে সমীহ প্রতিপক্ষদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here