আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)-এ মুখোমুখি হয়েছিলো সিটি ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং। ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিংকে ৪-১ গোলে পরাজিত করেছে সিটি ক্লাব। অন্যদিকে বিআরটিসি স্পোর্টস ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।
সিটি-ফরাশগঞ্জ ম্যাচে ২৫ মিনিটের মাথায় রানার গোলে এগিয়ে যায় সিটি ক্লাব। প্রথমার্ধ শেষ হওয়ার আগে লিড দ্বিগুণ করে দলটি। ৩৭ মিনিটে হাবিবুল্লাহ বাশার সিটি ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন। অন্যদিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের একমাত্র গোলটি করেন উত্তম চন্দ্র রায়। গোলটি হয় ৫০ তম মিনিটে।
এরপর আরো দুইবার ফরাশগঞ্জের জালে বল পাঠায় সিটি ক্লাব। সেই গোল দুইটি করেন রানা এবং শাহেদ মিয়া। এতে করে ৪-১ গোলে জয় পায় সিটি ক্লাব।
অন্যদিকে দিনের অন্য আরেক খেলায় জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করেছে বিআরটিসি স্পোর্টস ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচটিতে বিআরটিসি স্পোর্টস ক্লাব ম্যাচে প্রথম লিড নেয়। এরপর আরামবাগ ক্রীড়া সংঘ গোল শোধ করার পাশাপাশি বিআরটিসি গুনে গুনে চার গোল দেয়। তবে এই লিড ধরে রাখতে পারে নি তারা। দ্বিতীয়ার্ধে টানা তিন গোল হজমে শেষ পর্যন্ত ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।