বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএলে আজকের দিনে জয় পেয়েছে সিটি ক্লাব ও বিআরটিসি স্পোর্টস ক্লাব। সিটি ক্লাব ঢাকা রেঞ্জার্স ক্লাবকে এবং বিআরটিসি স্পোর্টস ক্লাব লিটল ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করেছে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে আজকের দিনে মাঠে নামে সিটি ক্লাব ও ঢাকা রেঞ্জার্স ক্লাব। ম্যাচটিতে ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করেছে সিটি ক্লাব। ২৮ মিনিটে শহীদ মিয়ার গোলে লিড পায় সিটি ক্লাব, যদিও ৩২ মিনিটে মোহাম্মদ রতন গোল করলে সমতায় ফিরে ঢাকা রেঞ্জার্স ক্লাব।

এরপর দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রতন মিয়া আরেক গোল করে দলকে আরো একবার লিড এনে দেন। যদিও লিড খুব বেশী টিকে থাকে নি। মিনিট তিনেকের ব্যবধানে আনয়ান শিকদারের গোলে ম্যাচের ব্যবধান ২-২ এ চলে আসে। তবে শহীদ মিয়া ছিলেন আজ অপ্রতিরোধ্য। ৮০ মিনিটে নিজে হ্যাটট্রিক পূরণ করেন তিনি, সেই সাথে ৩-২ গোলে দলের জয় নিশ্চিত করেন।

দিনের অন্য আরেক ম্যাচে জয় পেয়ে বিআরটিসি স্পোর্টস ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিলো লিটল ফ্রেন্ডস ক্লাব। ম্যাচটিতে বিআরটিসি ১-০ গোলে জয় পায়। ম্যাচে একমাত্র গোলটি করেছে মোহাম্মদ সাব্বির হোসেন। দিনের তৃতীয় ম্যাচে মাঠে নামে আরামবাগ ক্রীড়া সংঘ এবং উত্তর বারিধারা ক্লাব। তবে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Previous articleপাসপোর্টের আগেই কানাডার অনাপত্তিপত্র পেল সমিত সোম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here