এবারের ২০২৫-২৬ মৌসুমের শুরু থেকেই ছন্দে দেখা যায়নি ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীকে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে হার দিয়ে মৌসুম শুরুর পর ঘরোয়া লিগেও প্রথম দুই ম্যাচে সঙ্গী হয়েছিল ড্র ও হার। এবার ফেডারেশন কাপে এসে জয়ের দেখা পেয়েছে আবাহনী। এদিকে একই গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় এ গ্রুপের ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে মাঠে নামে আবাহনী। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেখ মোরসালিন। এরপর ৩৯তম মিনিটে দিয়াবাতের দ্বিতীয় গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে শান্ত টুডু একটি গোল শোধ দেন। ৬৩তম মিনিটে শেখ মোরসালিন আবারো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৬৯তম মিনিটে মোহাম্মদ রিয়াদের গোলে ব্যবধান কমায় ফকিরেরপুল। আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।

এদিকে দিনের একই গ্রুপের আরেক ম্যাচে কুমিল্লায় গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএস। দুই দলই গোলের কিছু ভালো সুযোগ তৈরি করেছিল, কিন্তু দিনশেষে কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়। যার কারণে ১ ম্যাচ শেষে এই গ্রুপের শীর্ষে আবাহনী। পরবর্তী দুই স্থানে ব্রাদার্স ও রহমতগঞ্জ। এখনো ম্যাচ না খেলা পিডব্লিউডি চতুর্থ আর ফকিরেরপুল রয়েছে সবার তলানিতে।

Previous articleভারতের আগে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান!
Next articleথাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here