এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী বুধবার (৫ মার্চ) দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে জামাল ভূঁইয়ারা। সেখানে গিয়ে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে কোচ হ্যাভিয়ের কাবরেরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচগুলোর প্রতিপক্ষ চূড়ান্ত করেনি। তবে দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছেন, তারা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছেন। তিনি বলেন,
প্রায় পাকাপাকি হয়ে গেছে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি। খুব সম্ভবত সুদানের সাথে একটা ম্যাচ খেলব। তবে আমি আরও দুটি ম্যাচ খেলতে চাই। ইতোমধ্যে একটা ম্যাচ খেলার বন্দোবস্তো হয়েছে, আশা করি আরও দুটিও হবে।
সৌদি আরবে স্থানীয় একটি ক্লাবের সাথেও ম্যাচ খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন কাবরেরা। আরেকটি ম্যাচ হতে পারে ম্যাকাওয়ের সাথে তিনি বলেন,
সম্ভবত সৌদি আরবের দ্বিতীয় বিভাগের দল তাইফের সাথে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। এটি আমাদের প্রস্তুতির জন্য ভালো হবে। এছাড়াও, আরেকটি ম্যাচ হতে পারে ম্যাকাওয়ের সাথে। অনেকগুলো বিকল্প থাকায় আমাদের জন্য এটি ইতিবাচক।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে উঠতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ হবে ভারতের বিপক্ষে। দুই দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ ভারতের শিলংয়ে, আর ফিরতি ম্যাচ ঢাকায় হবে ১৮ নভেম্বর।