নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় হাতছাড়া হলেও সামনে ভারত ম্যাচ—এই লক্ষ্যেই দৃষ্টি এখন পুরো দলের। নেপাল ম্যাচে জোড়া গোল করে আলো ছড়ানো হামজা চৌধুরীও ভুলে গেছেন শেষ মুহূর্তের সেই হতাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি জানালেন—বড় লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত।

নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে দুবার জালে বল জড়িয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন হামজা। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জার্সিতে খেলতে পারার কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভালোবাসার জন্য। বড় একটা ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ।’

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে ফেলেছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার। নেপালের বিপক্ষে তার চোখধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল—প্রশংসায় যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন ও তাসকিন আহমেদও।

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই ম্যাচে মাঠে নামার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন হামজা-জায়ানরা। দুজনই নেপাল ম্যাচে সামান্য চোট পেলেও তা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গুরুতর কিছু নয়, সামান্য পেশির টান। ভারত ম্যাচের জন্য তারা কোনো ঝুঁকিতে নেই।’

চোখ এখন সেই বড় লড়াইয়ে—ভারতের বিপক্ষে তিন পয়েন্টের মিশনে।

Previous articleশেষ মুহূর্তের দুঃখ: নেপালের সঙ্গে ড্রয়ে আবারও হতাশ বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here