চার বছর পর আবারও আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়বে ঢাকা স্টেডিয়ামে। ২০২০ সালের পর প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ম্যাচটি ঘিরে মোট ১৮ হাজার ৩০০টি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ মে, দুপুর ১২টা থেকে দর্শকরা ওয়েবসাইট tickify.live-এ গিয়ে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনতে পারবেন।

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির জন্য ৪০০ টাকা। অন্যদিকে হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা করে। ভিআইপি রেড বক্সের টিকেট ৪ হাজার টাকা। ভিআইপি-২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ও ভিআইপি-৩ (রেড বক্সের নিচে), ক্লাব হাউজ-১-এর প্রতিটি টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার করে। স্কাই ভিউ-এর প্রতিটি টিকেট পেতে সমর্থকদের গুণতে হবে তিন হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজ-২ এর টিকেটের দাম দুই হাজার টাকা করে।

২০২০ সালে সর্বশেষ এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ ছিল ভেন্যুটি। সংস্কার শেষ করে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাফুফে, যা ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় আনন্দের খবর।

এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। সিঙ্গাপুরও তাদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে। ফলে ‘সি’ গ্রুপের চার দলেরই পয়েন্ট সমান এক করে। ১০ জুনের ম্যাচটি তাই গ্রুপের দিকনির্দেশক এক গুরুত্বপূর্ণ লড়াই হয়ে উঠতে চলেছে।

Previous articleদুই মিনিটের নাটকীয়তায় চ্যাম্পিয়নদের হারালো রহমতগঞ্জ
Next articleপুলিশ-ফর্টিসের ড্রয়ের দিনে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here