১৮ নভেম্বর ঢাকায় হবে বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের জন্য আজ বিকেল পাঁচটার পর ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।
আজ দুপুর বারোটায় তাঁর ঢাকায় আসার কথা ছিল। তবে ইংল্যান্ডে তীব্র যানজটে পড়ায় বাফুফে নির্ধারিত ফ্লাইট মিস করেন তিনি। পরবর্তীতে নিজ উদ্যোগে নতুন ফ্লাইটে টিকিট কেটে ঢাকায় আসেন হামজা, যার ফলে তাঁর আগমন বিলম্ব হয় প্রায় পাঁচ ঘণ্টা।
বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলের উদ্দেশে রওনা হন তিনি। আজ জাতীয় দলের কোনো অনুশীলন নেই, তবে আগামীকাল কিংস অ্যারেনায় অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার।
এক ভিডিও বার্তায় হামজা বলেন,”ঢাকায় ফিরতে পেরে ভালো লাগছে।আমরা সবাই হার্ডওয়াক করছি দেখা হবে মাঠে।”
এদিকে, আগামীকাল রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছাবেন আরেক বিদেশফেরত ফুটবলার শমিত শোম। নেপাল দল ১৩ নভেম্বর প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসবে বলে জানিয়েছে বাফুফে। ভারতীয় দল ১৮ নভেম্বরের ম্যাচের আগে ১৫ নভেম্বর ঢাকায় পৌঁছাবে।




