বাংলাদেশের সর্বত্র এখন ফুটবল নিয়ে আলোচনায় মুখর। আসছে ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ প্রাথমিক দল ঘোষণা করলেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা।
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সমিত সোম, তার সাথে নতুন মুখ মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। দলে ফিরেছেন ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিওর উইঙ্গার ফাহমিদুল ইসলাম ও আবাহনীর স্ট্রাইকার সুমন রেজা। সবশেষ ভারত ম্যাচের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার চন্দন রায় ও জুনিয়র সোহেল রানা এবং আবাহনীর শাকিল হোসেন।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, হোসেন সুজন, মেহেদি হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, সোহেল রানা সিনিয়র, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আল আমিন, সুমন রেজা।
আগামী ৩০ জুন শুরু হবে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। হামজা ও সামিত যোগ দেবেন কয়েকদিন পর। এই দল নিয়েই আগামী ৪ জুন ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামিত সোম ছাড়া দলের বাকিরা থাকবেন এই ম্যাচের স্কোয়াডে। এরপর সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়বেন ৩ জন।