এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে বসুন্ধরা কিংস। কুয়েতে বাংলাদেশের প্রতিনিধিদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ওমানের ক্লাব আল সিব।

কুয়েতের জাবের আল মুবারাক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বসুন্ধরা কিংস। ওমানের ক্লাবটির সঙ্গে সমানতালে পাল্লা দিতে হিমশিম খায় তারা। ম্যাচের ৭ম মিনিটেই পিছিয়ে পড়ে কিংস, আল সিবের হয়ে গোল করেন নাসের আল রাওয়াইহি। যদিও প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে বসুন্ধরা কিংস। ৪২তম মিনিটে কর্নার থেকে বেরিয়ে আসা বলে সাদ উদ্দিনের শট গিয়ে পৌঁছায় রাফায়েল অগাস্তোর পায়ে, প্লেসিং শটে দলকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান।

বিরতির পর ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের বা পায়ের শট আল সিবের জাল কাপালে লিড নেয় বসুন্ধরা কিংস। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬০তম মিনিটে জাহির আল আগবারির গোলে সমতায় ফেরে আল সিব। এরপর ৭৭তম মিনিটে আজিজ আল মুকবালির গোলে আবারো এগিয়ে যায় ওমানি ক্লাবটি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল সিব।

এখন পর্যন্ত এশিয়ার মঞ্চে গ্রুপ পর্ব পেরোতে পারেনি বসুন্ধরা কিংস। গত মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ৩ ম্যাচেই হেরেছিল তারা। এবারও প্রথম ম্যাচে হেরে নক আউট পর্বে খেলার সম্ভাবনা কঠিন করে তুলেছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা ৩ গ্রুপের মধ্যে সেরা রানার্স আপ হতে পারলেই মিলবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ। আর সে সম্ভাবনা টিকিয়ে রাখতে ২৮ অক্টোবর লেবাননের আল আনসারের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।

Previous articleথাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার!
Next articleএক বছর পূর্তিতে গঠনতন্ত্র সংশোধনই প্রাধান্য পেল বাফুফের নির্বাহী সভায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here