প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। সিন্ডিকেট নামক বিশেষণ ভাঙ্গতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও জোর আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। প্রবাসী ফুটবলারদের নিয়ে প্রায় কয়েকজন সাবেক ফুটবলারকে নেতিবাচক মতামত পোষণ করতে দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম সাবেক ফুটবলার এবং মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। তবে প্রবাসী ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এই সাবেক ফুটবলার।
বাংলাদেশের হয়ে প্রাথমিক দলে ডাক পাওয়া ফাহামিদুলের মূল দলে না থাকাকে কেন্দ্র করে প্রবাসী ফুটবলারদের বৈষম্য-এর বিষয়টি এখন বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় খবর। এই ফাহামিদুলের বাদ পড়া নিয়ে যেখানে ভক্ত সমর্থকরা সিন্ডিকেট ভাঙ্গার ক্ষেত্রে জোর দিচ্ছিল, সেই সময় ফাহামিদুলকে নিয়ে টিভি ক্যামেরার সামনে বিরূপ মন্তব্য করে বসেছে আলফাজ আহমেদ।
দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের সাথে তিনি ফাহামিদুলের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি তার বক্তব্যে ফাহামিদুলকে পরোক্ষভাবে অযোগ্য বলে আখ্যা দেন। তিনি বলেন, “জাতীয় দলে খেলতে হলে হামজা বা তার চেয়ে ভালো মানের হতে হবে। ফাহামিদুলের ক্ষেত্রে বিষয়টি হলো সে জাতীয় দলের জন্য সে যোগ্য না, সে যোগ্য হয়ে ফিরে আসুক।”
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের তোপের মুখে পড়েন আলফাজ আহমেদ। আলফাজ আহমেদকে লক্ষ্য করে ভক্তদের ট্রল মিমের তীর বর্ষিত হয়। ভক্তদের তোপের মুখে পড়ে অবশেষে নিজের ভুল স্বীকার করে নেন সাবেক এই ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে একটি পোস্টের মাধ্যমে নিজের অহেতুক এবং নেতিবাচক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “আপনাদের মতো আমিও এই দেশের ফুটবলকে ভালবাসি। বাকি সবার মত আমিও চাই দেশের ভালো সম্মান অর্জন হোক। ফাহমিদুলের দ্বারা যদি দেশের সম্মান আনা যায় তবে আপনাদের সাথে আমিও একমত এবং আমার বক্তব্যের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন বা কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্যও আমি দুঃখিত।”
তিনি তার পোস্টে তার ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ জানা। এছাড়া এই ইস্যুতে তিনি ক্ষয়ক্ষতির হুমকি পাচ্ছেন বলেও জানান, “বর্তমানে এই ইস্যুর কারণে আমাকে এবং আমার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে, এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ করছি।”