২০০৭ সালে যাত্রা শুরু হয় বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ। এরপর কয়েক দফা নাম পরিবর্তন করে ২০১১ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামেই আয়োজিত হয়ে এসেছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। এবার আরো একবার নামে পরিবর্তন আনা হয়েছে। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরের নতুন নাম বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)

আগামীকাল থেকে মাঠে গড়াবে ২০২৫-২৬ মৌসুমের লিগ। লিগ শুরুর আগের দিন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের কথা জানায় বাফুফে। তবে এখনো জানা যায়নি স্পন্সর কারা হচ্ছে। গত কয়েক মৌসুম ধরে বসুন্ধরা গ্রুপ ছিল লিগের প্রধান স্পন্সর। একটি সূত্র জানিয়েছে, এবার ভিন্ন স্পন্সর আসতে যাচ্ছে।

ক্রিকেটের বিপিএলের সঙ্গে নামের মিল থাকার কারণে ফুটবলের বিপিএল নিয়ে সাধারণ ক্রীড়াপ্রেমীদের মাঝে প্রায়ই বিভ্রান্তি দেখা যায়। সেই কারণেই ঘরোয়া ফুটবলের প্রিমিয়ার লিগকে নতুনভাবে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। নাম পরিবর্তনের পাশাপাশি লিগের লোগোতেও আসছে পরিবর্তন।

আগামীকাল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুই ভেন্যুতে শুরু হবে নতুন মৌসুম। মাত্র একদিন আগে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় হঠাৎ করেই নতুন নাম ও লোগো নিয়ে ব্যানার ও বোর্ড তৈরির ব্যস্ততা চলছে। আগামীকাল লিগের প্রথম রাউন্ডে মুন্সীগঞ্জে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একইদিনে মানিকগঞ্জে লড়বে ফকিরেরপুল ও আরামবাগ।

Previous articleদুই গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here