২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণে বেরিয়েছে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। সেই ভ্রমণের অংশ হিসেবে আজ সকালে ট্রফিটি ঢাকায় এসে পৌঁছেছে। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ছবি প্রকাশ করা হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক বরণের পর বিশ্বকাপ ট্রফিটি নেওয়া হবে রাজধানীর হোটেল রেডিসনে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
এ ছাড়া ফিফার অফিসিয়াল স্পন্সর কোকাকোলার বিশেষ ক্যাম্পেইনে বিজয়ী নির্বাচিতরাও ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকাকোলাই বিগত কয়েকটি বিশ্বকাপে বিশ্বজুড়ে ট্রফি প্রদর্শনের আয়োজন করে আসছে।
বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখে অনুপ্রেরণা পেয়েছি; নতুন প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে: জামাল ভূঁইয়া
বাংলাদেশে এর আগে তিনবার বিশ্বকাপ ট্রফি এসেছে। প্রথমবার ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সময়, এরপর ২০১৩ সালে এবং সর্বশেষ ২০২২ সালে। আজকের আগমন নিয়ে মোট চারবার বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপ




