প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ অর্জন করে প্রশংসায় ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার নারীদের ফিফা র্যাঙ্কিংয়েও বড়সড় লাফ দিল ঋতুপর্ণা আফিঈদারা।
২৪ ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ১১২ রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ১১৮০। এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের চেয়ে এগিয়ে থাকা বাহরাইন ও মিয়ানমারকে হারানোয় সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ। এর আগে ইন্দোনেশিয়া, জর্ডানের মত শক্তিশালী দলের বিপক্ষে ভালো ফলাফল র্যাঙ্কিংয়ে এগোনোর জন্য বড় ভূমিকা রেখেছে।
২০১৮ সালে বাংলাদেশ ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ১০২তম স্থানে ছিল। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য মেয়েদের। যার জন্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।