আগামী মাসে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম লেগ খেলতে বাংলাদেশে আসছে হংকং। আগামী ৯ অক্টোবর রাত ৮টায় ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মাঠে বসে এই ম্যাচ দেখতে আগ্রহী সমর্থকদের জন্য বিস্তারিত সবকিছু জানিয়েছে বাফুফে।
বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকেট বিক্রি ও আয়োজনের বিষয়গুলো তুলে ধরেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। মাঠে বসে হামজা-সমিতদের খেলা উপভোগ করতে দর্শকদের ন্যূনতম ৪০০ টাকা খরচ করতে হবে। সাধারণ গ্যালারির টিকেটের সর্বনিন্ম দাম এটি। অন্যান্য ক্যাটাগরির টিকেটের দাম শীগ্রই প্রকাশ করবে বাফুফে।
জুনে সিঙ্গাপুর ম্যাচে টিকেট নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল বাফুফে ও দর্শকদের। সার্ভার ক্র্যাশ, সাইবার আক্রমণ, ওয়েবসাইট ডাউন — সব মিলিয়ে দর্শকরা বেশ ভোগান্তিতে পড়েছিলেন। তাই এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বাফুফে। নতুন টিকেটিং পার্টনার কুইকেটের(quicket.in) সঙ্গে এমন চুক্তি করা হয়েছে যে, অনলাইনে টিকেট বিক্রির সময় কোনো সমস্যা হলে বা সার্ভার ক্র্যাশ করলে ১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে তাদের। ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকেট পাওয়া যাবে।
এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংকং। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর প্রস্তুতি নিতে চলতি মাসের শেষ সপ্তাহে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আর আগামী মাসের শুরুতেই দলে যোগ দেবেন হামজা চৌধুরি ও সমিত শোম।




