বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিট স্পন্সর হিসেবে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-কে বেছে নিয়েছে। দুই বছরের জন্য স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশের পুরুষ, নারী ও বয়সভিত্তিক ফুটবল দলকে ম্যাচ, অনুশীলন ও ট্রাভেল কিট সরবরাহ করবে দৌড়। তবে এক বছর পর চুক্তিটি পুনরায় পর্যালোচনা করা হবে।

দীর্ঘ সময় পর আবারও কিট স্পন্সরের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। দেশীয় নাকি আন্তর্জাতিক ব্র্যান্ড—এই দোটানা কাটিয়ে অবশেষে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড দৌড়কে বেছে নিয়েছে বাফুফে। নতুন এই উদ্যোগের ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রায় কোটি টাকা সাশ্রয় করতে পারবে। পাশাপাশি, জার্সি বিক্রির লভ্যাংশের একটি অংশ ফেডারেশন পাওয়ার বিষয়েও আলোচনা চলছে।

বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন, দৌড়ের সঙ্গে এই অংশীদারিত্ব শুধু কিট সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশ ফুটবলের বিকাশে নতুন পথ তৈরি করবে। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানকে ফুটবলের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Previous articleবাফুফের শাস্তির মুখে বিদ্রোহী ফুটবলাররা!
Next articleকোনো প্ল্যান ‘বি’ নেই কিরণের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here