বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি নিয়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ছিল অভূতপূর্ব। দেশের জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড ’দৌড়’ উন্মোচন করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই প্রায় সব জার্সি বিক্রি হয়ে গেছে! ব্র্যান্ডটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই দারুণ খবরটি শেয়ার করেছে। ’দৌড়’ ফেসবুকে  পোস্টের মাধ্যমে জানায়।

“ধন্যবাদ, ফুটবল ভক্তরা! 

আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সির প্রতি আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে অত্যন্ত আনন্দিত!  আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য প্রায় সব জার্সি বিক্রি হয়ে গেছে।

কিন্তু চিন্তার কিছু নেই—আমাদের জন্য আছে দারুণ খবর!  সব সাইজের জার্সি খুব শিগগিরই পুনরায় স্টক করা হবে, তাই আপনি খুব দ্রুতই আপনার প্রিয় জার্সিটি কিনতে পারবেন। এই অসাধারণ সাড়া দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ—আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের গায়ে এই জার্সি দেখতে! নতুন আপডেটের জন্য চোখ রাখুন, আমরা খুব শিগগিরই আরও নিয়ে আসছি!

আপনার ভালোবাসা ও সমর্থনের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ! ”

’দৌড়’- এর এই পোস্টের পরই ফুটবলপ্রেমীদের মধ্যে আরও উন্মাদনা ছড়িয়ে পড়ে। অনেকে কমেন্টে জার্সির নতুন স্টকের জন্য অপেক্ষার কথা জানিয়েছেন। এই দ্রুত বিক্রি হয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জাতীয় দলের প্রতি ভালোবাসা এবং এই জার্সির জনপ্রিয়তারই প্রমাণ।

Previous articleজামাল-ফাহামিদুলদের নতুন স্পনসর
Next articleআগামীকাল আসছেন হামজা চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here