দীর্ঘ এক দশক স্পন্সরবিহীন ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাঠের খেলায় দিনের পর দিন পারফরম্যান্সে অবনতি ছিল যার মূল কারণ। তবে এবার নতুন করে ফুটবলে নজর ফিরেছে সবার। বিশেষকরে হামজা চৌধুরীর মত তারকার আগমন সবাইকে আবারও ফুটবলমুখী করছে। তারই ধারাবাহিকতায় এবার স্পন্সর পেল বাফুফে। আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের মূল স্পন্সর হলো ইউসিবি!

কয়েকদিন আগেই কিট স্পন্সর হিসেবে দেশীয় প্রতিষ্ঠান ‘দৌড়’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় বাফুফে। পুরুষ এবং নারীদের জাতীয় ও বয়সভিত্তিক দলের জন্য কিট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এবার পুরুষদের জাতীয় দলের জন্য মূল স্পন্সর হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো বাফুফে। আজ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির, বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম, বাফুফে সদস্য মো: মঞ্জুরুল করিম, সত্যজিৎ দাশ রূপু, ইমতিয়াজ হামিদ সবুজ, মো: সাইদ হাসান কানান। এছাড়াও ছিলেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য মো: শাহাদাত হোসেন ও মোহাম্মদ মঞ্জুর আলম এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার।

Previous articleআগামীকাল আসছেন হামজা চৌধুরী
Next articleবিসিএলে আরামবাগ, এলিট একাডেমি ও পিডব্লিউডির জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here