বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে যেন হাফ ছেড়ে বাঁচলো ভারতের কোচ মানোলো মার্কুয়েস। গোল সুযোগ হাতছাড়া না হলে হয়তো ভারতের বিপক্ষে বড় জয় পেতে পারতো হামজা-রাকিবরা। তাই তো বাংলাদেশের বিপক্ষে ড্র’কে সৌভাগ্য হিসেবে দেখছেন ভারতের কোচ।
বাংলাদেশের বিপক্ষে নিজের শিষ্যদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েস । গোল হজম না করাকে সৌভাগ্য হিসেবে নিয়ে মার্কুরেস বলেন,
“আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।”
গতকাল ভারতীয় দলের পারফরম্যান্সকে জঘন্য বলেছেন মার্কুয়েস। এছাড়া ম্যাচের শেষে ক্যামেরার সামনে আসাটাকে কঠিন অনুভূতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। মার্কুয়েস বলেন,
“আমার কোচিং জীবনের এটাই সব চেয়ে কঠিন সাংবাদিক বৈঠক। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিলাম। কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না।”
তিনি আরো বলেন,
“গোলরক্ষকের বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না। বাঁ-প্রান্তে লিস্টন ইতিবাচক ফুটবল খেলেছে। যদিও তা যথেষ্ট নয়।”
আগামী ১৮ ই নভেম্বর ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। নিজেদের ঘরের মাঠে গত ম্যাচের পর ভারতীয়রা ফিরতি লেগে বাংলাদেশকে বড় থ্রেট হিসেবে বিবেচনা করবে।