সমিত সোমকে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চূড়ান্ত দলে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন তার পাসপোর্ট। এর আগেই বড় একটি অগ্রগতি হিসেবে সমিতের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (NOC) পাঠিয়েছে কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন।

সমিত বর্তমানে কানাডায় বসবাস করছেন এবং সেখানেই ফুটবল খেলছেন। বাফুফের পক্ষ থেকে তাকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করা হলে, নিয়ম অনুসারে তার বর্তমান দেশের ফুটবল সংস্থার কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হয়। এই প্রক্রিয়াটি সাধারণত সময়সাপেক্ষ হলেও, এবারে তা দ্রুততার সঙ্গেই সম্পন্ন হয়েছে।

বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন,

‘আজ সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট, কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে। আগামীকাল সামিতের পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর আমরা ফিফায় আবেদন করব। ১০ জুন ঢাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফে সর্বাত্মক চেষ্টা করছে।’

সমিতের পাসপোর্ট পাওয়ার আগেই বাংলাদেশের জন্ম নিবন্ধন দিয়ে কানাডা ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বাফুফে। অনাপত্তিপত্র পাওয়া নিয়ে ফাহাদ করিম বলেন,

‘সাধারণত পাসপোর্টের পরই ঐ দেশের অনাপত্তিপত্র আবেদন করা হয়। সামিত যেহেতু আর কানাডার হয়ে খেলবেন না বাংলাদেশের হয়ে খেলতে চান। তার এই সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সামিতের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লেয়ারেশন ও জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি। কানাডার ফেডারেশনে মেইল করার পর আমরা সুনির্দিষ্ট ব্যক্তি/বিভাগের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করছিলাম আগামী সোম-মঙ্গলবার পেতে পারি। আজ সকালেই পেলাম।’

Previous articleবিসিএলে জয় পেয়েছে ফরাশগঞ্জ ও ওয়ারী
Next articleসিটি ক্লাব ও বিআরটিসির জয়ের দিনে আরামবাগ-বারিধারা’র ড্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here