মাত্র একদিনের মধ্যেই ফিফার অনুমতি পেল সমিত সোম। বাংলাদেশের হয়ে খেলতে আর কোন বাধা নেই। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীর সঙ্গী হতে যাচ্ছেন কানাডা প্রবাসী সমিত।বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে এবার।

গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। কানাডায় বাংলাদেশের পাসপোর্টের আবেদনের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। ই- পাসপোর্টের মাধ্যমে গতকালই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে ছাড়পত্রের জন্য আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আর মাত্র এই একটি ধাপ বাকি ছিলো তাঁর। একদিনের মধ্যেই সম্পন্ন হলো সেটি।

বাফুফে সমিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করার পর গতকাল রাতেই ফিফার পোর্টালে আবেদন করেন। জানা গিয়েছে, এর পরপরই ফিফা কিছু তথ্য জানতে চায়। সবকিছু ঠিকঠাক থাকায় ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ‘সবুজ সংকেত‘দিয়ে দেয়।

বাংলাদেশি বাবা-মায়ের সন্তান শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। তবে ম্যাচ দুটো প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। বিষয়টি সমিতের ফিফা ক্লিয়ারেন্স দ্রুত আসতে সহায়তা করেছে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সমিতকে খেলাতে আর কোন বাধা রইলো না।

হামজার ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেতে সময় লেগেছিলো প্রায় চার মাস। মূলত বাফুফে তখন সকল কাগজপত্র একসাথে দিতে পারেনি। কিন্তু এবার সব গুছিয়ে একবারে আবেদন করেছে । তাই সমিতের ক্ষেত্রে দ্রুতই সকল অনুমতি পেয়েছে বাফুফে।

Previous articleসাফ মিশনে ভারতে পৌঁছালো বাংলাদেশের যুবারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here