দ্রুত সময়ের মধ্যে কানাডা প্রবাসী শমিত শোম ফিফা থেকে সবুজ সংকেত পেয়েছেন। এর ফলে তার বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনও বাধ্যবাধকতাই থাকলো না। এখন শুধু বাংলাদেশে এসে ম্যাচ খেলার অপেক্ষা। সেটি হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষেই।

জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে একটি ফিফা প্রীতি ম্যাচও হবে। ৫ জুনের সেই ম্যাচে শমিত শোমের কথা ভাবা হলেও তা সম্ভব হচ্ছে না।

১ জুন কানাডা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন শমিত শোম। ঢাকায় ৫ জুনের আগে এসে শুরুতে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য কঠিন। তাই ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ২৭ বছর বয়সী মিডফিল্ডারের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘৫ জুনের প্রীতি ম্যাচে শমিতের সম্ভাবনা কম। সে ১ জুন ম্যাচ খেলে কানাডা থেকে রওনা হবে। আমরা চাইছি শমিত ১০ জুন হামজার সঙ্গে ঢাকার মাঠে খেলুক।’

এদিকে, আগস্টে বাংলাদেশে আসছেন সুলিভান ব্রাদার্স। ডেকলান ও রোনান সুলিভানকে সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপ বাছাইয়ে খেলাতে চায় বাফুফে।

 

Previous articleঅ-১৯ ফুটবল দলের খোঁজখবর নিচ্ছে বাফুফে
Next articleআরামবাগের সহজ জয়; ড্র এলিট-বিআরটিসি ম্যাচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here