ভাগ্যটা যেনো এবার এলিটের পুরোপুরি বিপক্ষে বইছে;বহু ম্যাচ পর যখনই জয়ের দোরগোড়ায় ফেরা হচ্ছিলো তখনই আবারও ছন্দপতন; ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও ভাগ্যের ফেরে আটকা পড়ে তারা। শেষ পর্যন্ত ড্র দিয়ে মাঠ ছাড়ে এলিট একাডেমি। তবে জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ, ওয়ারী ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করেছে দলটি।
আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)-এ বিআরটিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলো বাফুফে এলিট একাডেমি। শুরু ভালোই হয় এলিটদের, ম্যাচের মাত্র ১২ মিনিটে তাহসানের গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের একেবারে শেষদিকে ব্যবধান দ্বিগুণও করে ফেলে এলিট। দ্বিতীয় গোলটিও করে তাহসান।
২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে এলিট একাডেমি। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছু সময় পর ৫৯ মিনিটে রিফাতের গোলে একটি গোল শোধ দেয় বিআরটিসি স্পোর্টস ক্লাব। খেলা বয়স যখন ৮০ মিনিটের কোটা পার করে তখন এলিট একাডেমি ধরে নিয়েছিলো তারা জয় পেতে যাচ্ছে। তবে তাদের প্রত্যাশার ইতি ঘটে ৮৫ মিনিটে রিফাতের দ্বিতীয় গোলে। দলকে সমতা ফেরানোর পাশাপাশি প্রতিপক্ষ এলিটদের স্বপ্ন ভেঙ্গে এই খেলোয়াড়। এতে করে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিলো ওয়ারী ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ। প্রতিপক্ষ ওয়ারীর বিপক্ষে খুব সহজেই জয় তুলে নেয় আরামবাগ। ওয়ারীর বিপক্ষে বিনা গোল হজমের বিপরীতে ৩ গোল করে দলটি, এর দিদারুল ইসলাম সৈনিক ২ টি এবং মোহাম্মদ তানভীর হোসেন ১ টি গোল করেন। এতে করে ৩-০ গোলের জয়ের পাশাপাশি পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরে আরামবাগ ক্রীড়া সংঘ।